একদিন কবিতা লিখলে
ছুড়ে মারা হবে অন্ধকারে।
কবিতা লেখার জন্য শাস্তি যোগ্য হবো আমরা।
শুনবো অন্ধকারে কবিতার কান্না,
সমাহিত থাকবে এই অন্ধকারেই একদিন
আলো জ্বেলে রাখা কবিদের কবিতার
হীরা, চুনি, পান্না ।
মরু আর পাথরের মতোন অন্ধত্বে হবে ধ্বনিময়
এ সবুজ স্নিগ্ধ কবিতা গানের বাংলা।
অলৌকিক যত অজুহাতে চত্বরে চত্বরে
কবিতাকে শত্রু হিসেবে ঘোষণা করবে
উন্মত্ত অন্ধরা ।
বাঙালির নদীমাতৃক হৃদয়ে আনবে মৃত্যু
বিজাতীয় বালুর সংস্কৃতি।
কবিতার বদলে অন্ধরা চর্চা করাবে শুধুই
অদৃশ্যের ভীতি।

(০৭.০৯.২০২৪)