আজ এই কবিতার কালে
কবিতাকে করা যায় পণ্য ।
ঐ দেখো ফেইসবুক প্রক্রিয়াজাত
মামুলি সকল লেখা যেন কী অনন্য !
অতঃপর এক যুবক যে হয়ে যায় আজ
কবি মহা অগ্রগণ্য ।
কবিতারা আজ বেলুনের মতো হালকা
কবিতারা উৎপাদিত আজ সহজেই বকলমে
যেন যত্রতত্র বাদামের খোসা, মেলার বাতাসা
প্রকৃত গভীর পাঠ-জ্ঞান অবজ্ঞায় এই অস্থির প্রজন্ম
এক যুবকের সাধারণ বাক্য পানে উন্মাতাল ও বেদিশা।
আজ প্রয়োজন নেই মহাকালের সাক্ষীর
কবি হয়ে যায় এ যুবক ডানা ধরে প্রচার পক্ষীর
চটক কবিতা বেচে
অটোগ্রাফ দিতে দিতে হয়রান তবু হেসে
চুমু খায় বণিকের মতোন বইমেলা লক্ষ্মীর।
কে জীবনানন্দ ? কে যে নির্মলেন্দু ?
কে সুনীল ? কে শামসুর ?
কবিতা অনুভবের সেই সমৃদ্ধ গভীরে
হাইপ আসক্ত এ প্রজন্ম পৌঁছতে পারে না অতদূর।
সেই সুযোগের ঝুঁটি ধরে এই যুবক চতুর
ব্যবসায়ীর মতো সফল কবি
এবং কবিতা,
বার্গার কোকা কোলার মতোন হয় বিক্রিত প্রচুর।
(১২.০৬.২০২৪)