কবিতা লিখলে,
আমার দুঃখগুলো দৃশ্যমান হয়
দৈন্যে ।
আমার বেদনা খোঁজে আশ্রয়
নির্মম হৃদয়দের এই অরণ্যে ।
কবিতা লিখলে,
দুঃখহীনদের ঠোঁটে আসে ঠাট্টার হাসি ।
কেউ বলে না তোমার কবিতার দুঃখদের
খুব ভালোবাসি ।
কবিতা লিখলে,
তা বিষন্ন করে তোলে তোমাদের অবনী,
এবং খুব বিরক্ত হয়ে ওঠেন
চেনা অচেনা সব শৈল্পিক স্বাধীন রমণী।
কবিতা লিখলে,
আমার ভেতরে খেলা করে
এক সমুদ্র লবণ জল ।
নক্ষত্রের মতো
অথচ কী একা করি ঝলমল ।
(০১.০৫.২০২৪)