তোমাকে দেখলেই রমণী, তুমি উৎপন্ন করো আবেগ,
খুঁজে পায় আবেগ ভাবনা, চিন্তা এবং কল্পনার ভাসমান মেঘ,
ভাসতে ভাসতে বাতাসের শব্দাগার থেকে খুঁজে পাই শব্দ,
এরপর হয়ে যাও তুমি কবিতা, আবেগ, ভাবনা ও শব্দে অনবদ্য ।

(০৩.০৪.২০২৫)


অনুপ্রেরণা কবি রবার্ট ফ্রস্ট এর কবিতার সংজ্ঞা বিষয়ক বাণীঃ
“Poetry is when an emotion has found its thought
and the thought has found words.”