চেয়েছি ছাপার অক্ষরে স্বীকৃতি;
অনায়াস, সহজাত;
যেখানে যুক্ত নেই সে আত্মগ্লানি
বই ছাপাবার নিজস্ব খরচের খাত;
যেন তিন যুগ অনাহারে থাকা কোনো ভিক্ষুক
খেতে পেলো অবশেষে
উপচে পড়া এক থালা ভাত;
পাইনি তাই বুকে বিঁধে আছে দিনরাত
মহাকালের অমোঘ তাচ্ছিল্যের ছুরি;
অকবির লজ্জাস্কর অনপনেয় অকৃতি;
সে দুঃখও তো সহ্য করে গেছি;
কিন্তু সেদিন ভয়ানক শোকে কেঁপে উঠে
মৃত্যুই হয়ে গেলো শেষমেশ !
নিভৃতে থাকা আমার গহীন কবি অনুভূতি;
যেদিন তোমার সত্যবাদী চরিত্র
আমাকে জানালো কবিরূপে অস্বীকৃতি।
(২৯.০৯.২০২২)