কবিরা সকল উত্তম মানুষ অধম এ মর্ত্য ’পরে
কবি মন হয় সত্য সুন্দর ভুবন আলোকিত করে
কবিতার বাণী সত্য যে কবির, মুখের কথাও তাই
উত্তম কবির দেহে ও আত্মায় অমিয় প্রভারা ঝরে।

(২৯.০৯.২০২০)


(*শ্রদ্ধেয় কবি কবীর হুমায়ূন বলেছিলেন একদিন, “কবিরা উত্তম মানুষ, তাদের সবকিছু হয় সত্য সুন্দর”। খুব ভালো লেগেছিলো তাঁর কথাগুলো, তা দিয়ে আমার রুবাইয়াৎ গঠন। প্রিয় কবিকে অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করছি।)