(১)

কবিতায় ঘরকে করি পর,
ঘর উপহাসে হাসে ।
কবিতায় ঘুরে আদিম অরণ্য পথ
বেহায়ার মতো অতএব
কবিরা ঘরেই ফিরে আসে।

(২)

দেখেছি রে অনেক বোহেমিয়ান
আকাশ ও আদিমতা ভালোবাসে।
কপচায় উদাম জীবন দর্শন,
অথচ ঘুর ঘুর করে সারাজীবন
গৃহ আর গবাদির আশেপাশে ।

(৩)

সবাই হয়না হেলাল হাফিজ
শাহবাগ মার্কেটে কাটাবে জীবন।
ঘরে বাস করে ঘরকে তুচ্ছ করে
কাব্যিকতা ক্লীবের মতন।

(৪)

ঘরের ভিতরে থেকে
জানালায় ঝড় বৃষ্টি কবিদের ভালো লাগে,
খোলা আকাশের তল তখন চাই না ।
তবে আকাশ যখন নিরাপদ নীল
তখন ঘরের ছাদকে সহ্যই করি না।

(০৫.১২.২০২২)

(** একজন কবি লিখেছেন তার কবিতায়, গৃহী মানুষেরা কবি হতে পারে না। তাই আমি লিখলাম আমার প্রতিক্রিয়া।)