মাঝে মাঝে কবিতা আসরের সম্মানিত কবিরা তাদের কবিতায় মন্তব্য করার অপশন বন্ধ করে রাখেন (সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব অধিকার)। ফলে, কেউই সেই কবিতায় মন্তব্য করতে পারেন না । এবং যখন পারেন না, সেখানেই মন্তব্যকারীকে থেমে যেতে হবে । অথবা কবির সর্বশেষ যে কবিতাটির মন্তব্য করার অপশন খোলা আছে, সেখানে মন্তব্যকারীকে গিয়ে মন্তব্য অপশন বন্ধ রা্খার বিষয়ে কবিকে যা কিছু জিজ্ঞাসা তা করা যেতে পারে বা ওখানেই মন্তব্য অপশন বন্ধ করে রাখা কবিতটির মন্তব্য দেয়া যেতে পারে ।
কিন্তু আলোচনা পাতাতে সেই মন্তব্য কিছুতেই দেয়া যাবে না । যা মাঝে মাঝেই আমরা আলোচনা পাতায় লক্ষ্য করি । কবিতা আসরের এই পাতা বা বিভাগের নাম "আলোচনা", অর্থাৎ কবিতা জ্ঞান সমৃদ্ধ, কবিতার গুণাবলী সম্বন্ধে বিস্তারিত আলোচনার জন্যই এই জায়গা, এর একটি গুরুত্ব এবং গাম্ভীর্য বিদ্যমান । যারা আলোচনা পাতায় মন্তব্য করেন, তাদের বলছি, দৃষ্টির সম্মূখেই প্রচুর আলোচনা আছে, পড়ে দেখুন, আলোচনা বলতে কী বোঝায় এবং সেসবের সাথে শুধুমাত্র একটি বা কয়েকটি বাক্যে আপনার মন্তব্যের কী পার্থক্য তা অনুধাবন করুন । আশা করি, কবিদের কবিতার পাতায় মন্তব্য অপশন বন্ধ থাকলে বিকল্প হিসেবে আলোচনা পাতা মন্তব্যের জন্য ব্যবহার করবেন না ।
আরেকটি বিষয়, অনেকেই আলোচনা পাতায় "কবি, কবিতা, কিংবা এই ওয়েবসাইট প্রসঙ্গ" ব্যতিত অন্য বিভিন্ন বিষয়ে পোস্ট করে থাকেন বা করার চেষ্টা করেন, যা আলোচনা বিষয়ক নিয়মাবলী গ (২) ধারা অনুসারে প্রকাশযোগ্য না বা অনুমোদন যোগ্য না। সবাইকে আন্তরিক ধন্যবাদ ।
(বিশেষ দ্রষ্টব্য: আলোচনা পাতায় আমার এই লেখাটি "বাংলা-কবিতা.কম ওয়েবসাইট" এর কিছু "সদস্য কবিদের" মন্তব্য বিষয়ক কার্যকলাপ "প্রাসঙ্গিক" উপদেশমূলক পোস্ট।)