তোমাকে ভালোবাসতাম ।
যেন বা ভালোবাসতাম নাবিক ও তার সমুদ্রের মতো,
সময়ের সে মিনারে জ্বলতো তখন নিবিড় আলো,
এবং দেখতাম, গল্প ও তার নীলিমায় হাসছে
সম্ভাবনার নক্ষত্র শত শত ।

আবার নোঙর তুলি, নাবিকের দীর্ঘশ্বাসে
থমকে দাঁড়ালো আকাশ ও তার সূর্যাস্ত ।
এই পাহাড় ও তার মৌনতার মুখোমুখি
বসে থাকে তোমার স্তব্ধতা
একটি আদিম অরণ্য ও তার ঘন রাত্রির মতো ।

বাক্য গুলো যা বলছে বলুক
                       ভাবি তবুও নিজেকে আজো
হয়তো একটি বিগত হৃদয় ও তার শিল্পে
কবি ও তার কবিতার মতোন অভ্যাগত।

(২২.০৮.২০২৪)