আমার কবিতার শব্দগুলো
যাদু নয় ।
নয় কেউ কেউ কবিদের বাক্যের মতো
বিপন্ন বিস্ময় ।
আশ্চর্য তবু ছুঁয়ে দেয় কখনো কিছু
সরল হৃদয় ।
তখন আমি যেন কেউ কেউ কবিত্বের স্পর্শে
ম্লান ও রহস্যময় ।

অথচ
তোঁয়াজ গোষ্ঠীবদ্ধ কবিদের খামারে
মুহূর্তেই কাক বলে বর্জিত হয়।
ক্ষমতা কুক্ষিগত নেতাদের মতোই
কবি-চক্র চরিত্রের বিপন্ন এই ক্ষয় ।

(২৬.০৩.২০২৪)