খুব দুঃখের একটি ঘটনা ঘটে গেলো ;
ভাবতাম তুমি আমাকে কবি ভাবতে ;
আকাশের নক্ষত্রেও
সে অনুভব ছড়ানো ছিলো,
ভাবতাম রক্ত কণিকায় ভাসিয়ে রাখতে ;

ব্যর্থতার এই গহ্বরে
জ্বলে নির্জনে যে একটি যোগ্যতা,
ভাবতাম তুমি দিয়েছো
করুণায় হলেও সে কবিরূপে মর্যাদা ;

আজ যেন হঠাৎই ঈশ্বর,
সত্য ক্রুর দেবীর মতো করলেন তোমাকে জাগ্রত,
বললে "একদম ভালো লাগে না
আপনার কবিতা,
রূপহীন কঙ্কালের মতো ব্যক্তিগত"!

আমার ব্যর্থতার গহ্বরে
যে একটি মাত্র ছিল কবি যোগ্যতা,
মাঝে মাঝে করা তোমার প্রশংসা
সে মিথ্যেগুলোর দিকে তাকিয়ে,
স্তব্ধ হতবাক দারুণ আঘাতে
এই কবি আর কবিতা আজ থেকে
নির্বিবাদে হয়ে গেলো ব্যর্থতা ;

থাকলো না আর
আমার অস্তিত্বের গহ্বরে একটিও যোগ্যতা!
আজ থেকে পেলে নিস্তার
সহ্য করতে হবে না কবি বোলে ডাকার যন্ত্রণা ।

(২৩.০৮.২০২২)