কবে যে লিখবো এমন একটি কবিতা
হেসে উঠবে গর্বে আমার বাংলাদেশ ।
আর বলবে ভালোবাসার কেউ
কী যে সুন্দর হয়েছে,
কী যে ভালো লাগলো পড়তে...
যেন খুলে দিয়েছে ঐ কবিতা
অনন্ত বন্দীত্বের মাঝে থাকা
আমাদের বিবেক ও বোধের
এক আজন্ম শৃঙ্খল।
আজ থেকে তুমি কবি
বলবে আমার এ দেশ,
আর নও তুমি যে নিষ্ফল ।
(০৬.০৮.২০২২)