কেনো বসে আছো ঈস্রাফিল ?
বঞ্চিতরা মরে হাহাকারে তিল তিল !
ভালো লাগে বুঝি দেখতে
সৌভাগ্যবানের বিলাসী তান্ডব ?
থু থু ছিটাই জীবন কামুকের মুখে
থামাতে চাই রে শালা টুটি চেপে
মহা জীবন প্রাপ্তির এইসব
দর্শন মুখর কলরব।
বলো, কবে ফুঁকবে শিঙ্গা ?
কবে শেষ হবে ঐ ইন্দ্রলোকে বসে
নির্বিকার থেকে শুধু দেখে যাবার উৎসব ?

(২০.১২.২০২২)