আমি যেতে পারি না আকাশের কাছে,
বসতে পারি না আর তারাদের পাশে ।
যত বেশী গিয়েছি আমি বাস্তবতায়,
তত বেশী পাপের ছোঁয়ায়_ এ জীবন
ভরে গেছে কালিমায় ।
আমি ছুঁতে পারি না তোমার সবুজ মন,
যে দু'হাতে এখন শুধু পাপের ক্ষরণ ।
অবিরত সে হাতে কিভাবে আর
কবিতার পবিত্র পঙক্তিরা আসে ?
সে কিভাবে আর ভালোবাসে ?
পূর্ণিমার আলোতে রূপালি মেঘ ভাসে,
ক্লেদাক্ত ঐ মন অচেনা কষ্টে হাসে ।
(১০.০১.১৯৯৯)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)