কিছু কিছু অসুখ, খুলে রাখে মৃত‌্যু দুয়ার ।
পরাজয়ের এ অনিন্দ্য ভুবনে,
হলোই বা তেমন একটি অসুখ আমার ।
পাবো না তো কারো
এবং পাবো না জানি অশ্রু তোমার।
বন্ধুর মতো সান্তনায়,
দুলতে থাকে তাই মরণ হাওয়ায়
কিছু অসুখের মৃত্যু দুয়ার ।

(১৩.০৪.২০২৩)