ফেইসবুক জিজ্ঞেস করে,
কী আছে তোমার মনে ?

আছে তো বহু কিছুই,
এই যে যেমন দহনে দহনে
কাটে স্রষ্টার অর্পিত দিন ।
মাঝে মাঝে দীর্ঘশ্বাস
ডানা মেলে সন্ধ্যার বাতাসে
আর হয় বিষন্ন বিলীন।
কখনও বা চমকে উঠে দেখি
প্রেমিকার প্রত্যাখ্যানের ভ্রু-ভঙ্গি ।
পরাজয়ের এমন আরো কত পথ ধরে
এই রাষ্ট্র, এই সমাজের গহ্বরে
শেষমেষ নিঃসঙ্গতাই হলো সঙ্গী।

(০১.০৩.২০২৪)