কী আছে তোমার মনে ?
জিজ্ঞাসা করে ফেইসবুুক ।

যদি থাকতো সেটির চোখ
আর তাকাতো আমার চোখের ভেতর,
দেখতো যেন বা এক ঈশ্বর
প্রশ্নটির স্পর্ধার দিকে তাকিয়ে আছে
সৃষ্টি রহস্য অগম্যতা নিথর ।

অপরিমেয় ভীত হয়ে করতো অনুভব
দুর্দান্ত জ্বলে আছে যেন আমার মনে  
ঐশ্বরিক শেষ প্রলয় নিমিত্ত এক অগ্নি অবয়ব
বিনাশ করে দিতে অনুকম্পাহীন মুহূর্তে
এই মিথ্যা, অযথা দুশ্চরিত্র পৃথিবীর সব ।

(২৯.০২.২০২৪)


***what's on your mind?