খুব ভালো।

দুলুর সাথেই খেলো।
টুলুকে ডাকো, বুলুকে বলো।
মনা আর সালু ওদের ভুলো না,
থাকলে জমবে ভালো।

পৌরাণিক নায়িকার মতো আমোদে
দূর পাহাড়ে চলো।

পাখা মেলো, ময়ূর ময়ূরীর মতো,
বাংলোর নির্জনে আদিমতার ঝড় তোলো।

শৈল্পিকতার শৃঙ্গারে
দুলু, টুলু, মনা, সালু....সবাইকে
মোহমুগ্ধ করে ফেলো।

খুব ভালো ।

(০৬.১০.২০২৩)