তোমার যত অভিনয়ে, তোমার যত বিনয়ে,
বোকা পৃথিবী আদর করে হাত বাড়িয়ে ।
তোমার গুপ্ত যত খেলা, তোমার মত্ত যত লীলা,
বোকা পৃথিবীর চোখগুলো ফাঁকি দিয়ে চলে ।

লজ্জার মুখোশী আবরণে, শালীনতার ধূর্ত আচরণে,
বোকা পৃথিবী ধোঁকা খেয়ে তোমাকে প্রশংসা করে ।
চলে যাও কত যে অভিসারে, কত চতুরের সাথে চুপিসারে,
বোকা পৃথিবীকে শোনাও যুক্তি নির্বিকারে ।

খুব সাবধান, তুমি এসো না,
এ হৃদয়ে দেবী সেজো না,
এ চোখে নগ্ন তুমি আজ দারুণ মিথ্যাচারে ।

খুব সাবধান, আর তো শুনবো না,
কথা তোমার অগ্নি যন্ত্রণা,
কাগজের মতো পুড়ে ছাই তুমি এই হৃদয়ে ।

খুব সাবধান, আর তো পারবে না,
দেখাতে ভন্ড পবিত্রতা,
বোকা পৃথিবীর মতো আর বোকা নেই আমি ।

খুব সাবধান, তুমি কি থামবে না ?
প্রতারক এই খেলা কি ভাঙবে না ?
বোকা পৃথিবীর মতো আর অন্ধ না আমি ।

(০৭.০৪.২০২৫)

(** গানের কথা বা গীতিকবিতা)