তোমাকে ভেবেছি সকল সময়ে বন্ধু ।
আজ বলে যাই,
বাজছে যখন সন্ধ্যার ঘন্টা ধ্বনি ।
জানি না কোথায়
নিয়ে যাবে আমাকে নক্ষত্র নির্দেশিত এই রাত।
এতগুলো বছর পেরিয়ে গেলো,
তবু তোমাকে যে বন্ধু ভাবি, বলা হয়নি।
আমার এ বুকে জল পদ্ম'র মতোন
ভাসে যত স্মৃতি
ভাসাবো তাদের কোমল আদরে
যদি খুঁজে পাই অরণ্য ও পাহাড়ের মাঝে
গোপন নারীর মতো নদী ।
আর বলবো বারে বারে
সেই গোপন নারীর মতোন নদীকে
সাক্ষী রেখে, যা বলিনি এতদিন ধরে,
আমি তোমাকে যে খুব বন্ধু ভাবি...
সংঘর্ষের পর সংঘর্ষে বিনষ্ট পৃথিবীতে
নিরাপদ নীড়ের মতোন.....বন্ধু ভাবি।
(১৮.১০.২০২৩)