১.

স্থাপনা অমূল্য মানুষের প্রাণ নয়
ক্ষমতার রাক্ষসেরা এভাবেই কথা কয় ।
হে আবু সাঈদ, হে মুগ্ধ, তোমাদের এ সাহস
আর দেবে না রেহাই বুঝে গেছে রাক্ষস।

২.

দূরত্ব গড়েছো বুলেটে
শত তরুণের রক্ত করেছো পান,
অতএব তুমি ইয়াহিয়ার মতোন
ওড়ালেই সেই রাক্ষুসে নিশান ।


(০৫.০৮.২০২৪)