পঁচানব্বই ভাগ খৃষ্টান দেশ, জার্মানি তার নাম,
বাকি পাঁচে ধরলাম না হয় দুই ভাগ মুসলমান ।
আসার আগেই মুসলমানের পবিত্র রমজান,
ছয় শ' টাকার খেজুর করলো তিন শ' টাকা দাম !
বিধর্মীদের অন্য ধর্মে এই হলো সম্মান।
আর পঁচানব্বই ভাগ মুসলমানের
এই যে বাংলাদেশ,
খেজুরের দাম বেড়েই চলে
তিন হাজারেও মেটে না খায়েশ।
মাথার উপর টুপিটা পরে বাণিজ্য করি বেশ ।
(১২.০৩.২০২৪)