দুঃখিত হও একটিবার আমার জন্য
চুরমার করে দাও
আকাশের সব রূপসী নক্ষত্র
আমার দুখে ।
অভিযোগ করো সহস্র রাতের অশ্রুজলে
ঈশ্বরের ক্রুর ঐ স্বর্গ কক্ষে
চিৎকার করে বলো
কেন কেন দিলো না আমাকে !
এই জীবনে যা ছিল সামান্য প্রাপ্য
চাইনি স্বর্ণ অথবা রৌপ্য
চেয়েছি আমার অক্ষর শব্দ বাক্য
মিশে যাক অনন্য অনুভূতির দখিনা বাতাস হয়ে
কিছু মানুষের মনে
দেখুক আমাকে সামান্য শৈল্পিক রূপে ।
তিরস্কার করো এই নিষ্ঠুর কার্পণ্যকে
একটিবার কেঁদে ওঠো নদীর মতো
মিশে যাও আমার আজীবন সমুদ্র শোকে
তাই হোক অবশেষ সান্ত্বনা,
আজন্মকাল বঞ্চিত হবার এ দুঃখ আমার ভালোবেসে
কেউ একজন
কেউ একজন
ভালোবাসেনি আমার সাথে.......এই পৃথিবীকে।
(১৯.১০.২০২২)