ঠোঁটে পাইপ চশমা কী যে মহা রূপ !
কালো কোট পাঞ্জাবি স্রষ্টার দূত ।
কথা বলা স্বর যেন গর্জায় মেঘ !
দৈর্ঘ্যে সাহসে বাঙালির শেখ ।

কেনো হলো শ্রেষ্ঠ বাঙালির মাঝে ?
রবি কেনো হেরে গেলো মুজিব এর কাছে ?
একটাই বিবেচনা রায় হলো শেষ,
মুজিবুর বাঙালিকে দিলো এক দেশ ।

সহস্র বছরেও কত বাঙালি মহান,
দিতে তো পারেনি যেই মুক্তির দান,
মুজিবের সংগ্রামী দৃঢ়তার ক্লেশ,
দিলো এ বিশ্বে সেই বাঙালির দেশ ।

তাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি........

বাংলাদেশ এর জন্মদাতা, জাতির পিতা,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - একমাত্র তিনিই।

(১৩.১১.২০২৩)