ছাড়াতে চাইলে কেনো বাজবে ব্যথা ?

নেভেনি কি একে একে আমার সকল ধ্রুবতারা,
ডুবে কি যায়নি এ হৃদয় অনন্ত অকুল জলে,
কে ভেঙেছে তার নিমগ্ন জীবনের ছক
দেখাতে আমাকে ভালোবাসার অমোঘ কোমল প্রান্তর ?
কে শুনেছে কবে ক্রন্দনরত আজীবনের এ অন্তর ?
নিরালা এ পর্বতে চিৎকার করা যত অভিমান শব্দে
হলো কি প্রতিধ্বনি কখনো কারো সামান্য সান্ত্বনা ?
কে করেছে পাঠ প্রার্থনার বিষন্ন আলোর মতো
আমার অসীম দহনের কবিতা ?
বলো না তবে রবি ঠাকুর,
পাখির মতোন ওড়ে যে ভুবনে আমার
কত যে বিফলতা,
ছাড়াতে গেলে কেনো তবে ঘৃণার অহংকারে
ম্লান হেসে উঠবে না এ সত্তা ?

ছাড়াতে চাইলে কেনো বাজবে ব্যথা ?

(০৪.০৪.২০২৩)

অনুপ্রেরণা: রবীন্দ্রসঙ্গীত "জড়ায়ে আছে বাধা, ছাড়ায় যেতে চাই, ছাড়াতে গেলে ব্যথা বাজে।" - কন্ঠশিল্পী সুস্মিতা পাত্র ।