আনন্দ সাগরে কি পড়েছে ভাটা ?
তাই কি নীরব এ দ্বীপের খোঁজ ?
একা-দের সাথেই দ্বৈরথে দীর্ণ
দেখে কি তা ঐ দু'চোখ রোজ ?
বিশ্লেষণ আর মতবাদে
দিয়েছো মনে পাহাড় বোঝ ।
মনস্তত্ত্বে সাপের মতোন
মারছো ছোবল দারুণ রোজ ।
দিচ্ছো কত হৃদয়ের ছাপ
নরপতিদের মোহন ভোজ !
জ্বলে প্রতিদিন দেহের পিদিম
তবে কেনো আজ হঠাৎ খোঁজ ?
(২৮.১০.২০২৪)