কবি'র পাঠে বসতো না মন কাঠালচাঁপার গন্ধে
কবি'র সময় বাড়তো তারা মিষ্টি ছড়া ছন্দে
এখন বালক বয়স বাড়ে ফেইসবুকেরই মন্দে
যায় মরে যায় কোমল হৃদয় নানা রকম দ্বন্দ্বে
নাই রে সবুজ নাই খেলাঘর পাঠ যেন তার অন্ধে
ফিরবে না আর বালক জীবন কাঠালচাঁপার গন্ধে ।


(২৭.১০.২০২২)


** শ্রদ্ধা নিয়ে স্মরণ করছি, কবি আল মাহমুদ এবং তার বিখ্যাত কবিতাটি।