বর্ষার কালে বৃষ্টি মাথায় করে করুণ কেরাণী অফিসে আসে,
ভাঙা ছাতাটা বা জীবনটা নয়, সে তার সহকর্মীদের ভালোবাসে।
সহকর্মীরা সব রঙিন ফানুস, আকাশে আকাশে ওড়ে,
আর করুণ কেরাণীর পা দু'খানা ঐ নর্দমাতেই পড়ে ।
কলম পিষে, হিসেব কষে, তার এই জীবন যে কী স্থবির,
আর সৌভাগ্যের স্বর্ণ পদকে সে কী বিজয়ের সুখ সহকর্মীর !

(২০০৭)