তুমি কি খোঁজ করেছিলে ?
না, অভিযোগ করছি না ।
তরুণ দলের এ নিষ্পাপ বিদ্রোহকে
মৃত্যুর উপত্যকায় পরিণত করে ফেলার
এই সময়ে, করতে পারিও না ।
অন্যায় বাহুবলে তরুণ রক্তে
ভাসিয়ে দেয়া এই শহরটির উপর দাঁড়িয়ে
প্রেম বিলাসী কোনো অভিযোগ করার
কোনো কারণও নেই ।
খোঁজ আমিও করিনি ।
টিয়ার গ্যাস শটগান বুলেটে
লাঠি ইট আর অস্ত্রে
অকস্মাৎ সম্মুখে উপস্থিত হলো
টুটি চেপে ধরা এক অচেনা জীবন, প্রেমহীন !
খরার মাটির মতো চোখের পলকে
শুষে নিলো প্রেম এই বিপন্ন সময় ।
কারফিউর ঘেরাটোপে
এই কবিতা লেখার সময়েও দেখি
কলমের কম্পিত শরীরে লেগে আছে
ধৃত, প্রহৃত এবং লাশ হয়ে যাবার
কাপুরুষ ভয় ।
(২৫.০৭.২০২৪)