মনে রেখো তুমি,
তোমার এখনকার এই কাঁচের দরজা
কাঁচের এ ব্যালকনি
তোমার দর্শন ও শৈল্পিক অনুভূতিতে আশ্রিত
দেহটির দৃশ্যাবলি
ভাঙতে চাইছে
বিপদজনক আমারই চিৎকারে
আমারই মাঝের মৌনভূমি ।

মনে রেখো তুমি,
তোমার এখনকার এই কাঁচের দরজা
কাঁচের এ ব্যালকনি
দেখে দেখে আজকের এই কষ্টের তরঙ্গ বেড়ে
দূর সময়ের কোনো পাদদেশে
ঝন ঝন করে ভেঙে পড়ার অশনি ধ্বনি
এক অপ্রতিরোধ্য আকাঙ্ক্ষার মতোন
আমি শুনি।
মৃত নগরীর মতো এই মৌনভূমিতে আমার
দিবস রজনী শুনি।

(১৮.০৮.২০২৩)