কবিদের দুঃখ দেয় না নমস্য শামসুর রাহমান
রাবীন্দ্রিক মধুর কষ্টের মতো,
বরঞ্চ দেয় এ কলিজায় বসিয়ে তুচ্ছতার নখর
অন্তিম লজ্জিত করে দেবার পাপ ও ছাপ আঁকে
অভিযোগ ও শ্লেষের অগ্নি লাল লৌহে ।
তুমি যদি হতে রফিক আজাদ
তবে শুধু দুঃখ দেবার মিষ্টতা পায়ে পিষে
বলতে আরো ইতর ও ধারালো বাক্যের বিন্যাসে,
পাষাণী, কবিরা ভালোবাসে,
চেপে ধরতে হয় না কবিত্বের টুটি
দিতে হয় না কবিকে কবর, কলঙ্ক আর উপহাসে ।
না বুঝেই কবি এবং কবিতার সফেদ অন্তর
বলতে হয় না, ছাড়াচ্ছ সীমানা কবি,
আত্মাহুতি দেবার মতোন গ্লানিতে ডুবিয়ে,
যখন কবিরা শুধুই যে কবিতায়
অনুভবের বেপরোয়া ও অবাধ্য ঐশ্বর্যেই ভালোবাসে ।
কবিদের মাপতে হয় না, ভাবতে হয় না
কবিরা কাঙাল,
কালনাগিনীর মতো বস্তুবাদী হিসাব-নিকাশে ।
(২২.০২.২০২৪)