আমরা কাদার মানুষ।
কাদায় দাঁড়িয়ে থাকি, বাঁচি ।
ধুলো আর আবর্জনা
আমাদের দুটো পায়ের অবধারিত সঙ্গী ।
আমাদের কন্ঠে কোনো স্লোগান থাকে না ।
আমাদের নিজস্ব স্লোগান ।
মঞ্চ থেকে গাড়িতে, প্রাসাদে, বিমানে
সিঁড়ি বেয়ে বেয়ে আমরা কাদা থেকে দূরে
উঠে যেতে পারি না কখনো, ওদের মতোন।

তবু কেউ কেউ আমরা
পুটি মাছের মতোন কিছু পাই বোলে,
পাবো বোলে, এবং অনেকে কিছু না চেয়েও
কাদা থেকে কারাগারে,
অযথা লড়াই থেকে ঢুকে পড়ে মৃত্যু অন্ধকারে
করে তুলি আমাদের জীবন বিপন্ন,
ওদেরই কারণে অথবা ওদেরই জন্য  ।

মঞ্চ থেকে ওরা ছোড়ে সাধুবাদ, এতটুকুই,
এরপর গাড়িতে, প্রাসাদে, বিমানে সিঁড়ি বেয়ে বেয়ে
কাদা থেকে দূরে বাকীটুকু ওরাই অনন্য ।

(০৬.১১.২০২৪)