আমায় তুমি মাইরো না ।
ছাইড়া আমায় যাইয়ো না ।
ঐ ব্যাটারে, বন্ধু তুমি কইও না ।
সুরঞ্জনা হইও না,
জীবন বাবুর ম্লান কবিতা
আমারে দিয়া লেখাইও না।

বোঝো একটু আমার দুঃখ
জানি, ঈর্ষা মাঝে আমিই মূখ্য ।
তবে ভালোবাসায় আমি সুক্ষ
সে অনুভবে থুথু তুমি ছুঁইড়ো না ।

বিরহ কবিতার এ খোঁয়াড়ে
বন্দী আমারে রাইখো না।
এই প্রাণের ভেতর প্রেমের প্রতি
তোমার হেলা, যত ভীতি,
তা কাব্য বিধাতাও সইবো না।

(০৮.১১.২০২৩)