তুমি রক্ত চাও তাই যুদ্ধ জাগাও এই পৃথিবীতে,
তুমি ধ্বংস চাও তাই যুদ্ধ লাগাও বিকৃত ইচ্ছেতে;
তুমি যুদ্ধদানব, যুগে যুগে এক অসভ্য ক্লিশে,
তুমি জন্ম নাও সময়ের অন্ধকার নীলবিষে;
বিপরীত কোনো মতবাদ তোমার ঘোর শত্রু,
হতে চাও তুমি আধুনিক এই পৃথিবীর ধূর্ত প্রভু;
কি সহজে বলো, "মাই রিসোল্ভ ফর ওয়ার্ল্ড পিস",
অথচ তোমার সব "একশান" হলো "ব্ল্যাক ইনজাস্টিস";
অবিরত কত ধরণের অন্যায় আক্রমন,
কেড়ে নেয় মুহূর্তে শত সহস্র সতেজ জীবন;
শবের পাহাড় বহু উঁচু তবু তুমি তৃপ্ত নও,
"নিউক্লিয়ার মাসমার্ডার" হলে তুমি মুগ্ধ হও;
জ্বলছে আগুন, পুড়ছে শহর, বাজছে বাঁশি,
নিরোর মতো তোমার ঠোঁটে ক্রুদ্ধতা মাখা হাসি;
"এথনিক ক্লেনসিং" শব্দটা তোমার কাছে কি সুমধুর,
বীভৎস আর্তনাদী এক কালো সিম্ফনীর সুর;
"প্রিসিশন মিসাইল" নিঃশব্দে শুধু উড়ে যায়,
উম্মাদ নারকীয় ধ্বংস মৃত্যু হত্যা লীলায়;
মানুষ হত্যার কত "অপশন" তোমার,
ব্ল্যাক হক, স্টেল্-থ, ইউ-টু বোম্বার;
দুর্বল দেশে জোরদার "অকুপেশন",
করে নাও অনায়াসে তাদের "স্লেভ নেশন";
দিনরাত নির্ঘুম নির্মম ষড়যন্ত্র,
নিপুণ শয়তান জপে যাও যুদ্ধের মন্ত্র;
মৃতের পাহাড় শিশুর কান্না_ তোমার পাপ,
অসহায় মানুষের দুঃস্বপ্ন, তাদের অভিশাপ,
তোমার মাঝে আনেনা কোনো প্রতিক্রিয়া,
মগজের কোষে কোষে নেচে চলে হিস্টেরিয়া!।
(২০০৩)