জন্মদিন আসে, কিছু বিব্রত পাখিরা
ওড়ে কালের আকাশে ।
বারোমাসী এক দ্রুতগামী চক্রে
পাখিরা সংখ্যায় বাড়ে,
প্রতিবার, একত্রিত হয়ে চির স্তব্ধতার
কোনো গন্তব্যের দিকে
অপ্রতিরোধ্য নিয়মে ওড়ে আর ওড়ে ।
জন্মদিন আসে, কেউ হয়ে উঠি উদাসীন,
ভাসে কেউ বা উচ্ছাসে।

আজ, কাল, আরো কিছু হয়তো বছর
তবে থেমে পড়বেই নির্ঘাত, যোগ হবে
মৃত্যু দিনের উদযাপন এরপর ।
ভেবে দেখো, তারপর তাও থাকবে না ।
প্রয়াত মহা গুণীরা দেখছে না,
জানছে না, তবুও জন্ম ও মৃত্যু দিনে
তাদের স্মরণ করে মানুষেরা,
আর যারা নিতান্তই সাধারণ,
আমরা পাবো না হে, সে স্থায়ীত্বের কদর ।
বরঞ্চ একদিন
সম্পূর্ণ বিস্মৃত হবো স্মৃতির ভেতর ।

জন্মদিন আসে,
আর এক মুঠো রহস্যময় সময়,
দূর নক্ষত্রদের মতোন
কোনো অজানা গহ্বরে পড়ে খসে ।
তবু জন্মদিনে, জীবন তোমাকে ধন্যবাদ,
আমি কৃতজ্ঞ মানুষ ও মুখোশে ।
এবং দেখে আমার ও তার ইতিহাস,
ঐশ্বর্যে ও সর্বনাশে ।

(০২.১২.২০২৪)