কে ভেবেছিল ?
একটি জন্ম,
দেবে অবশেষে জন্মকে অভিশাপ !

সংলাপ ও সংঘাতের সিঁড়ি বেয়ে বেয়ে
একদিন,
ধারণ করবে অগ্নিগিরির মতো
জন্মাবার অনুতাপ ।

(২০.০৩.২০২৪)