কাছে আসেনি কাসাব্লাঙ্কা
আসেনি কাছে চন্দ্রনাথ ।
পায়ের কাছে সমুদ্র
আর ওপরে ঈশ্বরের নক্ষত্র রাত।

আসেনি বোলে সময় গেলো বয়ে ।

যখন অস্পৃশ্য আজ এই অসময়ে,
কেনো এনেছো তোমার
সর্বনাশা জলের প্রপাত !

(২৫.০৫.২০২৪)