আমাকে সত্যের কাছে নিয়ে যাও,
অথবা বলে দাও সত্যের খুব কাছেই পৌঁছে গেছি ।
সরিয়ে দাও অযথা কথার অরণ্য,
দেখতে চাই মহাভূমি, মহাজলের বুকে
কোনো সর্বশেষ আলো,
সে কি সত্যের সর্বোচ্চ দহন
নাকি মিথ্যারই চূড়ান্ত গ্রাস ?

আমাদের বহমান ঘৃণার শেষ গন্তব্যটি কোথায় ?
আমাদের ভালোবাসার
সত্যিই কি ছিল কখনো সমশক্তি,
নাকি বহুলাংশেই ছিল বানোয়াট যত কথা ?
যেমন লিখেছি আমরা অসংখ্য রূপকথায় ।

চলো, আদি থেকে ঘাটাঘাটি করে দেখি
কতটুকু জ্বালিয়েছি সত্যের শিখা
শুদ্ধ হয়েছিল কোন প্রজন্ম সময়ের কোন গর্ভে ?
আর কতটুকু ছিল মিথ্যার উপাসনা ?
পৃথিবী শাসন করে গেলো কতজন মিথ্যার উপাসক,
সে তালিকায় পাবে ধারাবাহিকতায় শুধু সত্যের মৃত্যু।

তবে কি আমাদের মহাসত্য এটিই,
প্রবাহিত হতে থাকবো
বীভৎস, অসভ্য বর্বরতার মাঝে ?
কেননা মানব প্রজাতি
কখনো সভ্য হয়ে উঠেছিল একটিবার,
তিন লক্ষ বছরেও সে প্রমাণ দিতে পারোনি ।

আমার সভ্য মুখে অসভ্যের মতোই হেসে উঠি
যখনই মানবের সভ্য হয়ে ওঠার গল্প শুনি ।

(১০.০৩.২০২৫)