যখনই সে আসে আমারই কাছে
নিষ্পাপ স্নিগ্ধ রূপালী হেসে ।
ইচ্ছেগুলো প্রজাপতি হয়ে
উড়ে যেতে চায় স্বপ্নের শহরে ।
এই মন সারাক্ষণ কী যে আলোড়ন !
যখনই সে বলে কোনো কথা
গায় যদি গান অথবা কোনো কবিতা ।
তারারাও যেন নিশ্চুপ তখন,
এই মন সারাক্ষণ কী যে আলোড়ন !
যখনই মন ভেঙ্গে যায় কোনো আঘাতে
নতুন স্বপ্ন সে গড়ে দু'হাতে ।
সাজায় আবার এ জীবন,
এই মন সারাক্ষণ কী যে আলোড়ন !
(০৮.০৫.২০০০)
(২৭ থেকে ২৯ বছর বয়সে লেখা "আর্চিস এক্সারসাইজ বুক" নামাঙ্কিত খাতা থেকে)