এই জঘন্য অরণ্যে বেঁচে থাকতে হয়
কথা বলতে হয়
বুকের ভেতর আঘাত ও কান্না লুকিয়ে
সুশীল মধুরতায়
এবং নানাবিধ বিভ্রান্তকর দর্শন আর বিশ্বাসে
নিশ্বাস নিতে হয় বৈষম্যের তিক্ত বাতাসে
পান করে যেতে হয় বিশ্বাসঘাতকতার বিষ
জীবনের আবর্জনা ঘেটে ঘেটে অবশেষে
একদিন হঠাৎ শোনা যায়
সময় সমাপ্তির শিষ।
বারবনিতাদের মতো প্রেমহীন
মাংসাশী স্বাদের ভুবন
ঘিরে ছিল আমার রক্ত মাখা হৃদয় অহর্নিশ ।
(০২.০৯.২০২৩)