যদি, হয়তো, যা হতে পারতো,
অপেক্ষা করো এবং দেখো......
এইসব সম্ভাবনা না হবার জীবন
ছিল বিশ্বাসঘাতকতা মাত্র ।

জানালার ম্লান আলোতে
ঘরের নিভৃত কোণে বসে
পাঠ করতো যে বালক অবিরত
ভাবতো আর দেখতো
তারও এক রোমাঞ্চকর জীবন, অথচ...
যদি, হয়তো, যা হতে পারতো
ছিল প্রতারণার এক অন্তহীন ক্ষেত্র।

(০৩.০৭.২০২৩)