জবান সামলে জনাবা!
আপনাদের এই যে আনন্দ খেকো জমানা,
আমি সেটার পূজারী না।
আমার পৃথিবীতে প্রেমের জন্য
আজো মরে লাইলি-মজনু,
ভাসে বেহুলার ভেলা,
রজনীর পর রজনী বয়ে চলে অনুরাগে
বাদশাহ আর শেহেরজাদির গল্পের খেলা।

জবান সামলে জনাবা!
ঝাড়বেন না পাণ্ডিত্য,
"প্রেম মরে যায়, বন্ধুত্বে থাকে চির স্থায়িত্ব"।
এইসব অজুহাতে আপনাদের এই
আনন্দ খেকো জমানা নেচে নিত্য,
আনত চোখের কোমলতা খসিয়ে
গজিয়ে তোলে খুনে মুক্ত পাখনা।
উড়ে উড়ে বহুগমনে দেহ তৃপ্ত ওঙ্কারে
লালায়িত আপনাদের রসনা।
এক যুবরাজের এক আনারকলি,
এক সম্রাটের এক মমতাজ
আপনারা থাকতে চান না,
আমার নয় তা অজানা।

বন্ধুত্বের তত্ত্ব মতবাদে
শুধু পুরুষ আর পুরুষের সাথেই
বন্ধুত্ব গড়ার লিপ্সা,
এবং তাদের মাঝেই কেন তবে
রাজকুমারীর মতো ঝলমলে সাজে
নিজেকে রমণীয় করে উপস্থাপনা ?
এইসব কপটতা কুহনিকা  
আমাকে টলাবে না জনাবা ।

খোঁপায় গুজেছিলেন কি ফুল?
পরেছিলেন স্বর্ণ কঙ্কণ, স্বর্ণ হার, জামদানি,
একবারও শুধু আমার জন্য? কখনও না।
প্রেমের বন্ধনে যে নিবিড় একগামিতা
তা যেন
আপনাদের জন্য অবদমনের এক কয়েদখানা।

জবান সামলে জনাবা!
পুরুষ কখনো নারীর বন্ধু হয় না।
বন্ধুত্ব কখনো লিঙ্গহীন হয় না।
বন্ধুত্বের থিওরি উচিয়ে পথ হাঁটা সাবিত্রীরা
দুর্বল মুহূর্তে দৈহিক ক্ষুধার ঝড়
থামাতে পারে না ।
বিধাতা কর্তৃক প্রোথিত আদিম রসায়ন
পরিবর্তন করা যায় না জনাবা।
আধুনিকতার মন্দিরে
যতই চলুক আপনাদের অধীর অর্চনা,
নারী কখনো পুরুষ হবে না।


(১৩.০২.২০২৩)