তোমরা জবাবদিহিতার ভুবনে
বাস করো না, আমরা করি ।
তোমাদের আছে আদিম অরণ্য সুখ
আমরা সভ্য গৃহে ভালোবাসার বন্দি ।
আমাদের ও তোমাদের ছিন্ন হয়েছিল নাড়ী
তোমরা ছুড়ে ফেলেছ আমরা ধরে রেখেছি ।

তোমাদের জন্মদানের শরীরের মৃত্যু হলে
লোভী স্বার্থপর সেই স্বাধীন জীবনের দূরত্ব থেকে
তোমরা কাঁদো, ছুটে আসো মাটিতে মেশাতে ।
অথচ আমরা
সে শরীরের আত্মার সাথে মিশে থাকি,
সহ্য করি তাকে বহনের ভার
প্রতিটি দিন রাত্রি আর অগণিত বছর
স্বপ্ন জেগে উঠলে মেরে ফেলি টুটি চেপে
ইচ্ছে গজালে ফেলি নির্মম কেটে
আমরা মেনে নিয়েছি
দায়িত্ব ও ভালোবাসায় এই সংসার নামের সংস্কৃতি
আর তার পরাধীনতার অনন্ত প্রহর।

তাই আমরা কখনো শুনতে চাই না
যেমন ইচ্ছের আদিম অরণ্য সুখে
তোমাদের এ জীবনকে উপভোগের
যৌক্তিকতা মুখর কামার্ত কন্ঠস্বর।

(০৪.১২.২০২২)