(১)
হতবাক হয়ে আছি চিরকালীন,
আশ্চর্য ও বিমূঢ় !
জীবনানন্দের ঐ "কেউ কেউ কবি'র"
বেদবাক্যখানা ধারণ করে বুকে ।
তবুও এক গোঁয়ারের মতো অকাব্য
লিখে যাচ্ছি.....লিখে যাচ্ছি....
কোন সে প্রাপ্তির আশায়
সে কি আমার জানা আছে.......!
সে তো মিশে আছে এক অদ্ভুত আঁধারে ।
(২)
জীবনানন্দের কেউ কেউ কবি'র...
অমোঘ যন্ত্রণাটির আবর্তে
পাক খেতে খেতে আমি নিমজ্জিত হই
অপরিসীম চিরন্তন লজ্জায়
মহা সমুদ্রের গভীরতম তলদেশে ।
তারপর কারো কারো দৃষ্টিতে
বা কেউ কেউ ডেকে ওঠে যখন আমাকে কবি,
তখন আমি এক উৎফুল্ল শুশুকের মতো
উত্থিত হই সমুদ্রের জল ভেঙ্গে বাতাসে,
রূপান্তরিত হই মানব বাজপাখিতে,
উঠতে থাকি উর্ধ্বমুখী দুরন্ত কবিত্ব সুখে ।
তবু জীবনানন্দের বেদবাক্যটির শৈল্পিক কাঁটা
বিঁধে থাকে আমার বুকে।
(২২.১২.২০২১)