তোমার জীবন সঙ্গী
কেউ যদি একজন থাকতো,
সকালের নাস্তা বানিয়ে দিতো,
আদর করে ডাকতো
"নাস্তা দিয়েছি, তাড়াতাড়ি আসো না";
কফির ফেনায় হৃদয় এঁকে
তোমাকে বলতো, "শুভ সকাল" !
তবে কী তা সুখের হতো না !

আমি জানি তুমি কি বলবে ।
একটি প্রবল 'না' এর কঠোর ধ্বনি উক্ত করবে ।
এরপর আমাকে আরো বলবে,
"তুমি এই ভুল স্বপ্নের মাঝে থেকো না" ।

আমি হাসবো,
হাসির আড়ালে ব্যথাটা লুকিয়ে বলবো,
"তোমার সুখটা ভাবছি,
আমার কথা তো বলছি না" ।

(০১.০৭.২০২২)