আমি চাই
আমার এ মন
আমার হৃদয়
আমার এ আত্মা ।
এর বেশী বোঝাবার
নেই আমার ক্ষমতা ।
কিন্তু জীবনটা
বন্দী করে
হিসেব নিকেষে বাঁধে
দেয় অবোধ্য দগ্ধতা ।
এ ব্যতিত যদি চাও,
দেয়া আছে
উঁচুতে ওঠার নির্দেশিকা ।
মোটা ত্বক,
কূটনৈতিক মুখের বুলি,
চতুর অভিনয় ও সমঝোতা ।
আমার অস্তিত্বে
মৃত্যুর সমান এসব দক্ষতা ।
(২৫.১২.২০২৪)