ঈশ্বর অথবা প্রকৃতিগত কারণেই
বেশির ভাগই জীবন অনুরক্ত।
তাদের জানাই অভিবাদন
ও প্রার্থনা প্রতিটি ওয়াক্ত ।

তবে কারো কারো দিবাযামী
যেমন ধরুন আমি,
যার অস্থি, মজ্জা, রক্ত
বিবিধ বঞ্চিত বোধের কারণে
মৃত্যুকে পুষে রাখার ভক্ত।

তাই আমার কথা বা কবিতারা
মৃত্যুকামী বিরহে আসক্ত
আর আপনাদেরটি
জীবনবাদী উল্লাসে দারুণ মুখর
ও সুশক্ত।

জীবন ও মৃত্যু দুটোই তো সত্য
অতএব বিবিধ বঞ্চিত বোধের কারণে
যদি মৃত্যুকেই
আমার কথা ও কবিতার বিরহী মিনারে
করি পাকাপোক্ত,
তবে দয়া করে রাখুন আমাকে
সর্ব প্রকারের জীবন দর্শন হেদায়েত মুক্ত।

(৩০.১২.২০২৩)