যেতে পারি যে কোনো পাহাড় দূর
কিন্তু কখনো শিখিনি
উঁচু জীবনের পরিশীলিত উদাসী সুর।

যেতে পারি ঐ নীল দখিন সমুদ্র
তবে আমি যে শহুরে,
মনো নায়কের ধূসর আকাঙ্ক্ষা খুব ক্ষুদ্র ।

যেতে পারি নারীর মতোন তেরোশটি নদী
তবে আমার অস্তিত্ব পিচ ঢালা পথ
আর কংক্রিটের নিরেট নির্মম প্রতিনিধি ।

অন্তিমে পারি যে যেতে যে কোনো নক্ষত্র
কিন্তু পৃথিবীতে আমাদের কেউ কেউ ছিল
বিরহে দু'হাত গুটিয়ে রাখার গোত্র ।

যেতে পারি যে কোনো অরণ্যে
যেতে পারি কত অচেনা সবুজে
তবে অভিযান স্বপ্ন দুয়ারের চাবিগুলো
পেলামই না কখনো খুঁজে ।

(১৮.০৫.২০২৩)