তুমি যে কবিতা লেখো কবি, মর্মভেদী ।
গড়ে উঠেছে হৃদয়ে এক অর্ঘ্য বেদী !
যত পড়ি তত দেই পুষ্পাঞ্জলী,
বন্ধুহীন আমি তোমাকেই বন্ধু বলি।

মৃত্যুর এ পথে
ফুটে ওঠে কিছু অজানা সুখের কলি ।
অর্ধমৃত এ জীবন
মাঝে মাঝে তখন ক্ষমাই করে ফেলি ।

যেন হও পৃথিবীতে তুমি এক কবিতার দেবী
তাও মাঝে মাঝে ঈশ্বরকে বলি।

(১৬.০৪.২০২৩)

(*দূরে থাকা সেই অনন্য কবিকে 🌷)