" কেমন আছেন? "
যেমন থাকি ।
একপাশে কী যে এক প্রেম
অন্যপাশে দুঃখ রাখি ।
উড়তে থাকে বিকেল
উড়তে থাকে পাখি,
আর থাকে নিথর ঘরে
বন্দি দুই বিষন্ন আঁখি ।
একপাশে থাকে স্বপ্ন
অন্যপাশে ফাঁকি !
উদাসীন করি সময়
তার নির্মম বুকে
কী সব লিখতে থাকি।
একপাশে থাকো প্রেমের মতো
অন্যপাশে কষ্ট আঁকি।
ঈশ্বরও দেন যদি উঁকি
তুলে ধরি জীবনের আঁকিবুকি
বলুন স্রষ্টা বলুন,
এ কী হায় জীবন নাকি !
তাই একপাশে জীবন
অন্যপাশে বিভ্রান্তি রাখি।
এভাবেই থাকি। যেমনটি থাকি।
(১৯.০৮.২০২২)